• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কোহলিকে সরিয়ে দেওয়ার কারণ জানালেন গাঙ্গুলী 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৭:২৮ পিএম
কোহলিকে সরিয়ে দেওয়ার কারণ জানালেন গাঙ্গুলী 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ শেষে ঠিকই দায়িত্ব ছেড়েছেন তিনি। কিন্তু কোহলিকে নাকি দলের দায়িত্ব ছাড়তে নিষেধ করেছিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কিন্তু তাতে রাজি হননি কোহলি। সেজন্য বিরাটকে ওয়ানডে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

সংবাদসংস্থা এএনআইকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল বিসিসিআই।’ 

গাঙ্গুলী আরও বলেন, ‘কিন্তু অবশ্যই ও সেটায় রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফরম্যাটে দুইজন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা। তাই ঠিক করা হয় কোহলীকে টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগতভাবে কোহলীর সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।’

কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন গাঙ্গুলী। বলেন,“রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেটে সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!